ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল খালে

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৯

একটি তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে ড্রেন দিয়ে গড়িয়ে খালে চলে গেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। একটি ওয়াগনে থাকা পুরো তেল পড়ে গেছে। আরও দুটির প্রায় অর্ধেক তেল পড়েছে। আনুমানিক ৪০ হাজার লিটার তেল ড্রেন দিয়ে খালে চলে গেছে।

জানা গেছে, ট্রেনটি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থতি একটি তেল কোম্পানির ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে আসছিল। ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

সিজিপিওয়াই এর মাস্টার আবদুল মালেক বলেন, সোজা লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তিনি আরও বলেন, ড্রেন হয়ে ইয়ার্ডের পাশে থাকা একটি খালে গিয়ে তেল পড়েছে। আমরা তেল উদ্ধারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছি।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ