নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কক্সবাজারের উখিয়ায় কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের সব ধরনের খেলাধুলা বন্ধে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকাসহ উখিয়ার বিভিন্ন এলাকায় উখিয়া থানার পক্ষ থেকে এ মাইকিং করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
ওসি জানান, রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে এসে প্রতিদিন স্থানীয়দের সাথে মিশে খেলাধুলায় অংশগ্রহণ করছে রোহিঙ্গারা। স্থানীয়রা এলাকাভিত্তিক ফুটবল, বলিবল ও ক্রিকেট খেলার আয়োজন করে আর সেসব খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা খেলতে আসেন। একই ভাবে ওই খেলায় ক্যাম্পের বাহিরে এসে অধিকাংশ রোহিঙ্গা খেলোয়াড়রা অংশগ্রহণ করে।
ওসির মতে, রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে খেলতে এলে কারণে-অকারণে ঝগড়া-বিবাধ সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। এতে আইনশৃঙ্খলা অবনতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে মাইকিং করে উখিয়া থানার পক্ষ থেকে সবাইকে জানিয়ে দেয়া হয়েছে।
স্থানীয় বালুখালীর রিয়াজ উদ্দিন জানান, স্থানীয় টিমের সাথে খেলার জন্য খেলোয়াড় ভাড়া করে খেলতে রোহিঙ্গা খেলোয়াড় নিয়ে আসা হয়। আর খেলা দেখতে পার্শ্ববর্তী ক্যাম্প থেকে আসে শত শত রোহিঙ্গা। মাঠে আসা দর্শকদের মাঝে স্থানীয়দের চেয়ে রোহিঙ্গা দর্শক বেশি হয়ে যায়। এসব কারণে, অতীতে অনেকবার রোহিঙ্গারা স্থানীয়দের সাথে মারামারিতেও জড়িয়েছে এমন উদহারণ অনেক। এখনো খেলা চলছে বালুখালীতে। সেখানেও রোহিঙ্গা অনেক খেলোয়াড় আসার কথা প্রচার করা হয়।
উখিয়ার পালংখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রোহিঙ্গারা কাঁটাতারের বাইরে এসে খেলাধুলায় অংশগ্রহণ করা মারাত্মক ঝুঁকি। খেলাধুলায় অনেক সময় ভুল বোঝাবুঝিতে সংঘর্ষের সৃষ্টি হয়। খেলায় রোহিঙ্গা উপস্থিতি চলতে থাকলে যেকোন সময় রোহিঙ্গাদের সাথে স্থানীয়দের সংঘাত হতে পারে। কাঁটাতারের বাইরে রোহিঙ্গাদের খেলাধুলা বন্ধে যে ঘোষণা এসেছে তার জন্য উখিয়া থানা পুলিশ ধন্যবাদ পাওয়ার যোগ্য।
উখিয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, অনুমতি ছাড়া ক্যাম্প এলাকাসহ উখিয়ার বিভিন্ন এলাকায় ফুটবল, বলিবল ও ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে। ওই খেলা উপলক্ষে কোন ধরনের আইনশৃঙ্খলা অবনতি ঘটলে আয়োজক কমিটি দায়বদ্ধ থাকবে। কোনো অবস্থাতেই ক্যাম্পের ভেতর থেকে রোহিঙ্গা খেলোয়াড় বা কোন দর্শক আনা যাবে না বলেও উল্লেখ করেন ওসি।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি উখিয়ার বালুখালী পানবাজারের দক্ষিণে ফ্রেন্ডশীপ হাসপাতাল এলাকায় ফজল কাদের চৌধুরী ভুট্টো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ শুরু হয়েছে। সেখানে স্থানীয়দের পাশাপাশি বিপুল পরিমাণ রোহিঙ্গার উপস্থিতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। রোহিঙ্গারা খেলা দেখার সময় উশৃংখল আচরণ করার পর তাদের বাইরে আসা বন্ধে ব্যবস্থা নিতে দাবি তোলেন স্থানীয়রা। এরপরই অনাকাঙ্খিত ঘটনা এড়াতে খেলায় রোহিঙ্গা আসা বন্ধে মাইকিং করেছে উখিয়া থানা।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ