শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৫

মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে টাঙ্গাইল র‌্যাব- ১৪।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরের বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শরিয়তপুরের সলিপুর বেপারী পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই জেলার রাড়ীকান্দি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শাকিল (৪০)।

র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে গত মঙ্গলবার এ চক্রের মূল হোতা হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর হাফিজুর রহমান জানায়, সহযোগী শফিকুল এবং শাকিলের মাধ্যমে লিটনকে লিবিয়ায় প্রেরণ করে সেখানে আটক রেখে মারধর করে মুক্তিপণ দাবি করে।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত হাফিজুর ভালো বেতন ও সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে ৩ জানুয়ারি লিটনকে লিবিয়ায় পাঠান। লিবিয়ায় পৌঁছানোর পর হাফিজুরের সহযোগীরা লিটনকে আটকে রেখে মারধর করেন এবং লিটনের বাবাকে ফোন করে বলতে বলেন, তিনি লিবিয়ায় ভালোভাবে পৌঁছেছেন এবং ভালো আছেন। এ জন্য হাফিজুরকে যেন ৩ লাখ ২৫ হাজার টাকা দিয়ে দেন। লিটনের কথামতো তার বাবা হাফিজুরকে ওই টাকা দিয়ে দেন। এ ঘটনায় লিটনের বাবা বাদী হয়ে ঘাটাইল থানায় মানবপাচার আইনে একটি মামলা করেছিলেন। সেই মামলায় তাদের আটক করা হয়।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ