শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

আগুনে পুড়ে ছাই ৮ দোকান, কোটি টাকার ক্ষতি

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪১

সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাজারের টিএন্ডটি রোডস্থ ডাকবাংলো সেতুর পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, সকাল ১১ টার দিকে শহরের জগন্নাথপুর বাজারের ডাকবাংলো সেতু সংলগ্ন একটি তুলার দোকানে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় ও আশপাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট পরপর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নিতাই দেব জানান, মুহূর্তের মধ্যে আগুনে সব পুড়ে গেছে। আগুনে প্রায় তিন কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

সমী এন্টারপ্রাইজের পরিচালক রাজু ভট্রাচার্য্য জানান, আগুনে পুড়ে দোকানের এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

জগন্নাথপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মাসুদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করেছি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ