ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

ভালুকায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে পুলিশের অভিযান

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় পুলিশ একযোগে কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) এরই অংশ হিসেবে বিভিন্ন মোড়ে মোড়ে ভালুকা মডেল থানা পুলিশ ও ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে তৎপর থাকতে দেখা গেছে। অভিযানে মোটরযান আইনে জরিমানা ও মামলার সংখ্যাও বেড়েছে। পুলিশ বলছে, অভিযানের উদ্দেশ্য মামলা দেওয়া না বরং জনগণকে সচেতন করা।

ট্রাফিক পুলিশের এ অভিযানে সহযোগিতা করেন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ও তদন্ত অফিসার জাহাঙ্গীর আলম ও সংশ্লিষ্ট থানা পুলিশ।

এসময় যেসব মোটরসাইকেলের কোন কাগজপত্র পাওয়া যায়নি সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এ পর্যন্ত কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে ২ টি মামলা ও ১৮ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মোটর সাইকেলের মধ্য বৈধ কাগজ পত্র থাকায় কয়েকটি ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এর মধ্যে আরওয়ান ফাইভ এর মালিক আল- আমিনকে হেলম্যাট না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি মোটরসাইকেল সংশ্লিষ্ট মালিকেরা রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ট্রাফিক সার্জেন্ট সুবল।

তিনি বলেন, বর্তমানে মোটরসাইকেল দুর্ঘটনার ফলে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে যার প্রধান কারণ অসচেতনভাবে গাড়ি চালানো, ট্রাফিক নিয়ম না মানা, হেলমেট ব্যবহার না করা, আবার অনেকে লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি চালায় যা থেকে মুলত দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ব্যাক্তিদের হুশিয়ারি দিয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, বর্তমানে ভালুকায় ৮০ এর গতিতে গাড়ি চালাচ্ছে তরুণরা। তাদের কারণেই নিরীহ মানুষ জীবন হারাচ্ছে। তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ