ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৬

সাতক্ষীরায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সদর হাসপাতাল মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম অমিত অধিকারী (২২)। তিনি সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া এলাকার অসীম অধিকারীর ছেলে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জেহাদ মোহাম্মদ ফখরুল আলম খান ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতক প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

নিহতের কাকা অজিত অধিকারী জানান, অমিত অধিকারী একটি মোটরসাইকেলে শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে নারকেলতলার দিকে আসছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে এগারোটার দিকে সদর হাসপাতাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান অমিত অধিকারী। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ