নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলার হরিপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার লাউয়াগ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অস্টোচল্লিশাস গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তিনজন ওয়ার্কসপ শ্রমিক। তারা উপজেলার বীরঘাটাইলের একটি ওয়ার্কসপে কাজ করতো। আজ রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিল। মোটরসাইকেলটি উপজেলার হরিপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ