মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৫ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৭

টাঙ্গাইলের ঘাটাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় উপজেলার হরিপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার লাউয়াগ্রামের শহিদুল ইসলামের ছেলে সোনা মিয়া (২২), অস্টোচল্লিশাস গ্রামের আলমগীর হোসেন (২৫) ও শামীম হোসেন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত তিনজন ওয়ার্কসপ শ্রমিক। তারা উপজেলার বীরঘাটাইলের একটি ওয়ার্কসপে কাজ করতো। আজ রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে নিজ কর্মস্থলে ফিরছিল। মোটরসাইকেলটি উপজেলার হরিপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলে মারা যায়।

এ ব্যাপারে ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, মোটরসাইকেলটির গতি ছিল বেপরোয়া। মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাইক্রোবাসটি আটক করা সম্ভব হয়নি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ