নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভাষা আন্দোলনে অনন্য অবদান রাখার জন্য মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিশোরগঞ্জের সাবেক প্রয়াত এমপি ভাষাসৈনিক একেএম সামসুল হক গোলাপ মিয়া।
বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা গোলাপ মিয়াসহ ১৯জন বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৩ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বর্ণাঢ্য জীবনে তিনি ভাষা সংগ্রামী ছাড়াও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর তিনি ১৯৭৬ সন থেকে ১৯৭৯ সন পর্যন্ত কারাগারে ছিলেন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তারাকান্দি গ্রামের জন্ম নেয়া একেএম সামসুল হক গোলাপ মিয়া কিশোরগঞ্জ-১ আসন থেকে দুইবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়াও তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৯ সালের ২৫ সেপ্টেম্বর তিনি মারা যান।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ