ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

ভালোবাসা দিবসে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার তরুণ

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪২
ছবি - প্রতীকী

বিশ্ব ভালোবাসা দিবসে নাটোরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে হাসান (২২) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। ওই স্কুলছাত্রীকে লেখা একটি চিঠিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

হাসান উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করোটা সীমান্ত এলাকার আ. মান্নানের ছেলে।

দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলম জানান, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। সকালে ওই ছাত্রী স্কুলে প্রবেশ করছিল। এ সময় স্কুল গেটের বাইরে তাকে ফুল দিতে যান ওই যুবক। এ সময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলে জোর করতে থাকেন হাসান। পরে ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। তখন স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

পরে তাকে তার বাবা উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করোটা গ্রামের আবদুল মান্নানের হাতে তুলে দেওয়া হয়।

হাসান আলী জানান, তিনি আদৌ জোর করে ফুল দেওয়ার চেষ্টা করেননি। ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি কোনো অন্যায় করেননি।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ