ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

সাতক্ষীরা পৌর মেয়রের বরখাস্তের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৯

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির সাময়িক বহিস্কার আদেশ স্থগিত করলো হাইকোর্ট।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি কে.এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি টানা দুই বার সাতক্ষীরা পৌর সভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।

সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাজকিন আহমেদ চিশতিকে গত ২৪ জানুয়ারি কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরই পরিপ্রেক্ষিতে গত ৬ ফেব্রুয়ারি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। সাময়িক বখাস্তের চিঠিতে তার বিরুদ্ধে নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হওয়ার কথা উল্লেখ করা হয়। একই চিঠিতে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়।

স্থানীয় মন্ত্রণালয়ের ওই বরখাস্তের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ আটজনকে বিবাদী করা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি রিটের প্রাথমিক শুনানি অন্তে হাইকোর্ট, সাতক্ষীরা পৌর মেয়রের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে চার সপ্তারের মধ্যে কারণ দর্শানো পূর্বক বিবাদীদের প্রতি রুলনিশি জারি করেন এবং পাশাপাশি গত ৬ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেন।

রিট আবেদনের পক্ষে আইনীবী ছিলেন ব্যরিস্টার মো. রুহুর আমিন কাজল ও অ্যাড. মো. তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল আবুল বাশার।

সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে পৌরসভার মেয়রের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা প্রদানের আদেশও বাতিল করা হয়েছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ