ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪

এম ডব্লিউ কলেজে বসন্ত ও পিঠা উৎসব

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৯

শীতের শেষের দিকে এসে শীতকালীন পিঠা উৎসবে মেতেছে এম ডব্লিউ কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দরা। একই সঙ্গে ফাল্গুণের বসন্ত উৎসবেও মেতেছে তারা। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বসন্ত ও পিঠা উৎসবের বন্ধুত্ব ও ভাতৃত্বের মেলবন্ধনে দিনটি উদযাপন করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আদমজী নগর এম. ডব্লিউ (মার্চেন্ট অ্যান্ড ওয়ার্কার্স) কলেজে আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে বসন্ত ও পিঠা উৎসব।

শিক্ষার্থীদের এ মিলন মেলায় বর্তমান শিক্ষার্থীদের হাতে বানানো পিঠা খেয়ে এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নূর আক্তার।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলেজ মাঠ প্রাঙ্গণে চলে এই উৎসব।

এদিন সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে বিভিন্ন ঐতিহ্যগত নামে তিন বিভাগের শিক্ষার্থীদের স্টলগুলো বাহারি রঙে এবং ডিজাইনে সেজে উঠে। শিক্ষার্থীরা রঙ-বেরঙয়ের নতুন জামা-কাপড় পড়ে নানা সাজে উৎসবে আসতে শুরু করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নেচে-গেয়ে কলেজ প্রাঙ্গণে উৎসব আবেশের সৃষ্টি করে।

এ সময় বিদ্যালয়ের বাহিরে এবং মাঠ প্রাঙ্গণের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে এ মিলন মেলায় উৎসবমুখর হয়ে উঠে। বিদ্যালয়ের বিজ্ঞান, ব্যবসা, মানবিক শাখার শিক্ষার্থীরা গ্রুপ ভিত্তিক আলাদা-আলাদা স্টল স্থাপন করে। স্টলগুলোতে সাজানো হয় শিক্ষার্থীদের হাতে বানানো নানা ধরনের পিঠা।

শিক্ষকবৃন্দরা ঘুরে ঘুরে স্টলগুলো পরিদর্শন করেন এবং পিঠা খেয়ে শিক্ষার্থীদের আনন্দিত করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ নূর আক্তার। এছাড়া কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক এম. এ জলিল, উদযাপন পরিষদের আহ্বায়ক শামীমা আক্তার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী সম্পাদক নাঈমা আক্তার, বাংলা বিভাগের নাজনীন পারভীন, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মাজহারুল হক, ব্যবস্থাপনা বিভাগের মো. মহসিন হোসেনসহ অন্যান্য সব শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ