ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

নকলায় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৪ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৭

শেরপুরের নকলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং উদ্বোধন করা হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদাধিকার বলে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ছামিউল হক মুক্তা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার উজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল উপস্থিত ছিলেন।

দেবুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক সরকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, নকলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিম হোসেন ও কায়দা দক্ষিণ সরাকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেনসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ, স্থানীয় সাংবাদিকগণ ও বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

ক্রীড়া পরিচালনায় ছিলেন খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন ও খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ফজলুল হাসান। প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ প্রতি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলেদেন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ