নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
গাইবান্ধার সাঘাটায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গাইবান্ধা–সাঘাটা সড়কের ভরতখালি ইউনিয়নের কুকরারহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ী গ্রামের ছবেদ আলী প্রধানের ছেলে ওয়াহেদ আলী (৫২) ও ফুলছড়ি উপজেলার উদাখালী গ্রামের শাহজাহান জাহিদ।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাঘাটা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ড্রাম ট্রাক ভরতখালি ইউনিয়নের কুকরারহাটের ভাঙা ব্রীজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। পরে ওয়াহেদ আলীকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। অপর আরোহী শাহজাহান জাহিদকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা অন্য একটি বালুবাহী ট্রাক আটক করে পরিস্থিতি উত্তপ্ত করলে সেই ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া নিহতের পরিবার অভিযোগ করলে মামলা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ