ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

ময়মনসিংহে ছেলের দায়ের কোপে প্রাণ গেল অশীতিপর বাবার

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৬

ময়মনসিংহের সদর উপজেলায় জমি বিরোধে ছেলের দায়ের কোপে অশীতিপর বৃদ্ধ বাবা খুন হয়েছেন। নিহতের নাম জয়নুদ্দিন (৮০) । তিনি সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে জেলা সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে আব্দুল মতি (৩৬) পলাতক রয়েছেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও পরাণগঞ্জ ইউনিয়নের বিট অফিসার মো. হাফিজ জানান, নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। কিছুদিন ধরে তার দুই সংসারের সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জের ধরে মঙ্গলবার ভোরে নিহত জয়নুদ্দিন তার ধানের জমিতে সেচ দেওয়ার সময় ছেলে আব্দুল মতিন পেছন থেকে এসে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যায়। ঘাতক মতিন জয়নুদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ