নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বগুড়ার কলেজ ছাত্রীকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে জান্নাতী খাতুন (৩৮) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে র্যাব ।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে খুলনার সোনাডাঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় জিম্মি থাকা কলেজ ছাত্রী (২০) উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জান্নাতী খাতুন সাতক্ষীরা জেলার শীতলপুর গ্রামের আব্দুল গফফারের স্ত্রী।
র্যাব- ১২ বগুড়া ও র্যাব- ৬ খুলনার একটি দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব- ১২ বগুড়া মঙ্গলবার বিকেল ৪টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বগুড়ার কাহালু উপজেলার ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রীর সাথে গৃহবধূ জান্নাতীর বন্ধুত্ব তৈরি হয়। একপর্যায়ে জান্নাতী বগুড়া সদরে ওই কলেজ ছাত্রীর সাথে দেখা করতে এসে নানা প্রলোভনে খুলনার সোনাডাঙ্গা এলাকায় নিয়ে যায়।
সেখানে কলেজ ছাত্রীকে আটকে রেখে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে গৃহবধূ। এ ঘটনায় কলেজ ছাত্রীর মা বাদী হয়ে বগুড়া সদর থানায় ১৩ তারিখে মামলা দায়ের করেন। পাশাপাশি র্যাব বগুড়াকেও অভিযোগ জানানো হয়।
তথ্য প্রযুক্তির সাহায্য গ্রেপ্তার জান্নাতীর অবস্থান শনাক্ত করে র্যাব বগুড়া ও খুলনা যৌথভাবে খুলনার সোনাডাঙ্গায় অভিযান চালায়। সেখানে একটি বাড়ি থেকে জিম্মি কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়৷
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেপ্তার জান্নাতীকে বগুড়া সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কলেজ ছাত্রীর মায়ের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ