ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে বান্দরবান গাউসিয়া কমিটি

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৯

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ, বান্দরবান পার্বত্য জেলার পক্ষ থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বান্দরবান জেলা গাউসিয়া কমিটির সহ-সভাপতি আসহাবউদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রায় ১ হাজার তুর্কি জনসাধারণের জন্য এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) নিয়ে চট্টগ্রামের উদ্যোশে রওনা দেয় বান্দরবান জেলা গাউসিয়া কমিটির নেতৃবৃন্ধরা। পরে দুপুরে চট্টগ্রামের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ পেয়ার মুহাম্মদ ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ারের হাতে এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর বান্দরবান জেলা কমিটির অর্থ সম্পাদক সৈয়দ নূর, পৌর গাউসিয়া কমিটির সভাপতি তমিজ উদ্দীন চৌধুরী, সদস্য হাসান উদ্দিন, সামি উদ্দিন, তাহের সাবেরি, সায়েম উদ্দিনসহ প্রমুখ।

গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি আসহাবউদ্দিন চৌধুরী জানান, সম্প্রতি তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, তা দেখে আমরা সকলে ব্যথিত হয়েছি এবং মানবতার কল্যাণের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য কিছু কাপড় আমরা কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিব এর মাধ্যমে তুরস্কে পাঠানোর ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেন, প্রায় ১ হাজার তুর্কি জনসাধারণের জন্য এই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী (কাপড়) দেওয়া হয়েছে। আর সেখানে তাবু, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার, গেঞ্জি, শার্ট, টুপিসহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর বান্দরবান জেলা কমিটির সহ-সভাপতি আসহাবউদ্দিন চৌধুরী আরও বলেন, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের বেশ কয়েকটি শহর এখনও ধ্বংসস্তুপের নিচে, উদ্ধারকর্মীরা তাদের সবচেষ্টা দিয়ে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের সকলের পক্ষ থেকে তাদের পাশে মানবতার হাত বাড়ানো একান্ত প্রয়োজন।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ