শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

বিজয়নগরে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন 

প্রকাশনার সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে এসিআই মটরস কিশোরগঞ্জ রিজিয়নের উদ্যোগে নানা আয়োজনে ভালোবাসায় সোনালীকার ব্যানারে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার চান্দুরা এলাকায় ঢাকা- সিলেট মহাসড়ক সংলগ্নে মাঠে এ দিবসটি উদযাপন করা হয়। এতে এসিআই মটরসের গ্রাহক, ডিলার, কর্মকর্তা, কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের মিলন মেলা হয়। এ সময় আগতদেরকে ফুল দিয়ে বরণ করে নেন এসিআই মটরসের নেতৃবৃন্দ। পরে উপস্থিতের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার প্রতিযোগিতা দেয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের মধ্যে এসিআই মটরসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদেরকে কোম্পানির সৌজন্যে টি শার্ট দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, এসিআই মটরসের এরিয়া সেলস এক্সিকিউটিভ রিয়াদ আরফিন রিমন, সিনিয়র মার্কেটিং অফিসার নাজমুল হাসান, সিনিয়র রিপেজেন্টিভ অফিসার সাইফুল্লাহ তারেক, মার্কেটিং অফিসার আহসান হাবিব, মামুন মটরসের প্রোপ্রাটর মো. মামুন মিয়া প্রমুখ।

পরে বিকেলে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পীরা দেশাত্মবোধক ও বাউল গান পরিবেশন করেন।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ