নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচন ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৩ দিনের ছুটির ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।
আগামী ১৬ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দুদিন এ বন্দর দিয়ে যাবতীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুদেশের ব্যবসায়ীরা। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ব্যবসায়ী কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থল বন্দরের ‘ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টার’র সাধারণ সম্পাদক শিব শংকর দেব সই করা একটি চিঠি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিধানসভা নির্বাচনের কারণে ত্রিপুরায় পরিবহন সেবা বন্ধ থাকবে। তাই দুই দিন এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী শনিবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস জানান, ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ