নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
লিবিয়ায় মানব পাচারকারী চক্রের মূল হোতা হাফিজুর রহমানকে (৪৫) গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব ১৪। এসময় তার কাছ থেকে বিভিন্ন ব্যক্তির ৮টি পাসপোর্ট, ২টি চেক বই, ১টি ডেবিট কার্ড ও নগদ ১০ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
কোম্পানি অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা মহানগরের নয়াপল্টন এলাকায় আত্মগোপনে ছিলেন। গত ৩ জানুয়ারি গ্রেফতারকৃত হাফিজুর রহমান তার নিজ গ্রামের লিটন নামের এক ব্যক্তিকে ভালো বেতন ও থাকা-খাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় প্রেরণ করে। লিবিয়ায় পাঠানোর পর সেখানে থাকা হাফিজুর রহমানের সহযোগীরা লিটনকে আটকে রেখে মারধর করে।
পরে তারা লিটনকে তারা বাবার কাছে ফোন করে ৩ লাখ ২৫ হাজার টাকা দিতে বলে। লিটনের বাবা ৩ লাখ ২৫ হাজার টাকা দেয়। গত ৯ ফেব্রুয়ারি ইমুতে ফোন করে পরিবারে কাছে লিটনের বেধরক মারধরের ভিডিও দেখায় এবং মুক্তিপণের জন্য ১৩ লাখ টাকা দাবি করে। এ ঘটনায় মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি লিটনের বাবা বাদী হয়ে ঘাটাইল থানার মামলা করেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ