নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে নাশকতার মামলায় উপজেলা যুবদলের আহবায়ক ও ওয়ার্ড বিএনপির সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ফেব্রুয়ারি) দুপুরে তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত উপজেলা যুবদলের আহবায়ক তাড়াশ পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার শাহ আলম ফকির ও অপরজন উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন। গত রাতে উপজেলার পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকার নিজ বাসা থেকে যুবদলের আহবায়ক শাহ আলম ফকির ও বিনসাড়া বাজার থেকে বিএনপি নেতা জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা নাশকতার মামলার আসামি। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটকের বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল জানান, নেতাকর্মীদের পুরোনো নাশকতার গায়েবি মামলায় আটক করে হয়রানি করা হচ্ছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ