নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বিশ্ব ভালোবাসা দিবসে মানববন্ধন ও সমাবেশ করেছেন বগুড়া সিঙ্গেল কমিটির সদস্যরা।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ভালোবাসার সুষ্ঠু বণ্টনের দাবিতে এ আয়োজন করা হয়।
বগুড়া সিঙ্গেল কমিটির সভাপতি সাব্বির আহমেদ শাকিলের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিঙ্গেল কমিটির নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা এ সময় বলেন, ‘কেউ অনেকগুলো প্রেম করবে আর কেউ সিঙ্গেল থাকবে এটা হতে পারে না । সবারই ভালোবাসার ইচ্ছে হয়। প্রত্যেকের প্রেমিকার হাত ধরে হাটতে ইচ্ছে করে। সৌন্দর্য, অর্থ ও মোহ সবের ঊর্ধ্বে ভালোবাসা। সেই ভালোবাসার নামে কেউ যেন অতিরিক্ত ক্লাস না করতে পারে সেদিকে নজর রাখার আহবান জানান সংগঠনটির নেতারা।
কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাঈমের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিঙ্গেল কমিটি বগুড়ার প্রধান উপদেষ্টা অরূপ রতন শীল, মেহেরুন্নেসা ইতিসহ বিভিন্ন প্রায় ৩০ জন নেতাকর্মী।
মানবন্ধন ও সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসেই জোড়া বৃক্ষ রোপণ ও সৎ প্রেমিক-প্রেমিকাদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ