নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
চট্টগ্রামের বাঁশখালী অংশের সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন, একটি স্ক্যাভেটর ও মাটি ভর্তি তিনটি ডাম্পার ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে উপজেলার খানখানাবাদ ইউনিয়ন সংলগ্ন সাঙ্গু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের জিম্মায় দেওয়া হয়। এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডোংরায় অবৈধভাবে কৃষি জমির মাটিকাটার অপরাধে একটি স্ক্যাভেটর ও মাটি ভর্তি তিনটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত স্ক্যাভেটরটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মু. দিদারুল আলমের জিম্মায় দেওয়া হয়। জব্দকৃত ডাম্পার উপজেলায় রাখা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কিছু অসাধু ভূমিদস্যু চক্র সন্ধ্যা হলেই অবৈধভাবে ফসলি জমির টপসয়েল মাটি ও নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে। এসব বিরুদ্ধে আমাদের বেশকিছু অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে বাঁশখালীতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ