নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
শিল্প এলাকা গাজীপুরের শ্রীপুরউপজেলার মুলাইদ এলাকার গুইল্লার পুকুরটি গত বেশ কয়েকদিন ধরেই মাটি ভরাট করে দখল করছে একটি চক্র।
স্থানীয় ভূমি অফিসের দেয়া তথ্যমতে, মুলাইদ মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত এসএ ৯৮ আর এস ১০১৭ দাগের পুকুরের জমির পরিমাণ ১.৯৩ একর। বর্তমানে এ স্থানীয় বাজার দরে জমিটির মূল্য ১২/১৩কোটি টাকা।
স্থানীয় বাসিন্দা মকবুল আহমেদ বলেন, একটা সময় পুকুরটি মাছে ভরপুর ছিলো, জায়গাটি ছিলো দৃষ্টিনন্দন কিন্তু কালের পরিবর্তে পুকুরটি প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। এখনই পুকুরটি দখলমুক্ত করা না গেলে সরকারি এই মূল্যবান সম্পদটি বেদখল হয়ে যাবে।
দীর্ঘদিন এ পুকুরটি ইজারা নিয়ে স্থানীয়রা মাছচাষ করে জীবিকা নির্বাহ করতো। ইজারা দিয়ে সরকারের রাজস্ব আয় হচ্ছিলো হঠাৎ করেই স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে পুকুরটিতে সেচ দিয়ে পানিশূণ্য করে ফেলে। পরে পুকুরের মাটি দিয়েই তা ভরাট করছে, কেউ কেউ বাড়িঘর, দোকানপাটও নির্মাণ করছেন। সরেজমিন ঘুরে সরকারি এ পুকুরের বেহাল অবস্থা দেখা গেছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ভূমি কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে রিপোর্ট দিতে বলা হয়েছে। পুকুরটি দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ