ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪

তালতলীতে চোরাই তামাসহ গ্রেফতার তিন

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৫

বরগুনার তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৮ কেজি তামার তার বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় সাবেক ইউপি সদস্যসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার তাঁতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে সাবেক ইউপি সদস্য গোলাম মস্তফা (৫০), সোহেল (৩০) ও হাসান (২৪)। আটককৃতদের বাড়ি মেনিপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ৩৬০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে গত দুই দিন আগে বিপুল পরিমাণে তামার তার চুরি করে একটি চোর চক্র। পরে মেনিপাড়া এলাকায় মিলন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ২৩০ কেজি তামার তারা উদ্ধার করা হয়। ঐ দিন রাতেই অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করেন তাপবিদ্যুৎ কতৃপক্ষ। এরপরেই চোর চক্র ধরতে পুলিশের অভিযান চালায়। পুলিশ গোপন সংবাদ পেয়ে তামার তার বিক্রির করার উদ্দেশ্য সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা পাচার করছে এমন সংবাদের পরিপেক্ষিতে সোমবার ভোররাতে তাতিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। এসময় ৬৮ কেজি তামার তার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৫৭ হাজার ৮’শ টাকা।

এবিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তার চুরির বিষয়ে থানায় একটি মামলা হয়েছ। ঐ মামলা সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতার দেখানে হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ