ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

লালপুরে ইটবোঝাই ট্রলিচাপায় নারী নিহত

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১২

নাটোরের লালপুরে ইটবোঝাই ট্রলিচাপায় সম্মাতুল বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের হাসবাড়ীয়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ট্রলিচালক নয়ন আলীকে আটক করা হয়েছে। নিহত সম্মাতুল বেগম ওই গ্রামের বাবলু হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর পৌনে ১২টার দিকে হাসবাড়ীয়া গ্রামের সড়ক দিয়ে ইটবোঝাই একটি ট্রলি যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ট্রলিটি পড়ে যায়। এতে ট্রলিচাপায় ঘটনাস্থলেই ওই নারী নিহত হন।

লালপুর থানার আব্দুলপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) হীরেন্দ্রনাথ প্রামাণিক বলেন, ঘটনার পরপরই ট্রলিসহ চালক নয়ন আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ