ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

প্রয়াত আওয়ামী লীগ নেতার স্মরণে ঘুড়ি উৎসব

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৫

পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো ঘুড়ি উৎসব। জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খন্দকার আবদুল লতিফ স্মৃতি সংসদের আয়োজনে ঘুড়ি উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।

তিনি বলেন, আজকে খন্দকার আবদুল লতিফ স্মৃতি সংসদের আয়োজনে এই ঘুড়ি উৎসবের আয়োজন হয়েছে। আমার বিশ্বাস ঘুড়ি উৎসব আজকে হচ্ছে, আগামী বছরেও এমনকি তার পরের প্রতি বছরই একটি বিশেষ দিনে উদ্যোক্তারা এটি আয়োজন করতে পারে তার জন্য তারা উদ্যোগ গ্রহন করবে। আমরা যারা আছি তারা তাদের পাশে থাকবো।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় পটুয়াখালী পৌর শহরের শেখ রাসেল শিশুপার্ক সংলগ্ন ঝাউবন মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।

প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফের ছেলে জেলা যুবলীগ নেতা খন্দকার শফিকুল ইসলামের উদ্যোগে এ ঘুড়ি উৎসবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দরা।

এছাড়াও দীর্ঘদিন পরে ঘুড়ি ওড়াতে শহরের বিভিন্ন স্তরের মানুষও আসেন। এসময় ঘুড়ি উৎসব উপভোগ করতে জড়ো হয় শহরের

সাধারণ মানুষ।

উৎসবের উদ্যোক্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, পটুয়াখালীতে এই প্রথম ঘুড়ি উৎসব হয়েছে। আমরা ছোট বেলায় অনেক ঘুড়ি উড়াতাম তবে এখন সেটি বন্ধ হয়ে গেছে। এখন ডিজিটাল যুগে সবাই মোবাইল নিয়ে ব্যাস্ত। আমরা চাচ্ছি যে বাঙালির ঐতিহ্য ঘুড়ি উৎসবকে ফিরিয়ে আনতে। আমার এইবার এই উৎসব শুরু করলাম। আশা করি আগামীতেও উৎসব মুখর

পরিবেশে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ