ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

মাগুরায় আ’লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৬

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের শ্রীপরামপুর গ্রামের আওয়ামী লীগ নেতা জাহিদ জোয়াদ্দারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে শ্রীরামপুর গ্রামবাসী এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

হাজীপুর ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান মুজাহারুল হক আখরোটের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট আবু শামস, সাইদ জোয়াদ্দার, জাহানারা বেগম, রানী বেগম, হাজীপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি চাঁদ বিশ্বাস, আনোয়ার হোসেন মেম্বর

প্রমুখ।

বক্তারা, অবিলম্বে জাহিদ জোয়াদ্দারের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ ফেব্রুয়ারি বিকালে শ্রীরামপুর গ্রামে নিজ জমিতে সার বোনার সময় একই গ্রামের প্রতিপক্ষ তাহাজ্জত মেম্বারের সমর্থকেরা হাজী ইউনিয়নে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগে শ্রম ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদ জোয়াদ্দাকে কুপিয়ে জখম করে। এ সময় তারা তার পায়ের রগ কেটে দেয়। আশংকাজনক অবস্থায় প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই সাইদ জোয়াদ্দার বাদী হয়ে পরদিন তাহাজ্জত মেম্বারকে প্রধান আসামি করে মাগুরা সদর থানায় ২৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এক সপ্তাহ পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ এ মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ