নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৪ জন নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ১২ জন আসামিকে আটক করেছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম।
আটককৃত বিএনপির নেতাকর্মীরা হলেন, নওগাঁ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আজম আলী (৫৫), সগুনা ইউনিয়ন বিএনপির নেতা ও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জাহাঙ্গীর আলম (৪২), যুবদল নেতা মো. জুবায়ের হোসেন (৩৮), মাধাইনগর ইউনিয়ন বিএনপির নেতা মো. আলআমিন হোসেন (২৬)।
অন্য আটককৃতরা হলেন, মোঃ মজিবর সরদার (৫০), মোঃ বাবলু (৫১), মোঃ মাসুদ রানা (৪৫), মোঃ রুস্তম আলী (৫২), মোঃ সুরুজ্জামান, মোঃ আলমাচ (৪২), খুশি খাতুন (৪০) ও মোঃ সোহান আলী (১৪)।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতরা পুরানো নাশকতার মামলার আসামি। তাদেরকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আটকের বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল রহমান টুটুল জানান, নেতাকর্মীদের পুরানো নাশকতার গায়েবি মামলায় আটক করে হয়রানি করা হচ্ছে।
নয়াশতাব্দী/জেডআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ