নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
বরগুনার বেতাগীতে উচ্চ শব্দে আক্রান্ত হয়ে সাড়ে ৩ হাজার বাড়ন্ত লেয়ার মুরগি মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তরুণ উদ্যোক্তার ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, বেতাগী সদর ইউনিয়নের কিসমত করুনা গ্রামের তরুণ উদ্যোক্তা জাহিদ হাসান রিগ্যান দীর্ঘ ৯ বছর ধরে প্রাথমিক পর্যায়ে সীমিত আকারে খামার ব্যবসা শুরু করেন। ব্যবসার লাভ ও ঋণ নিয়ে বছর বছর পরিধি বাড়িয়ে ৪ হাজার লেয়ার মুরগির খামার করে আসছিলেন।
রিগ্যান জানান, গত ২৯ জানুয়ারি দুপুরে তার খামারের পাশে প্রতিবেশি খলিলুর রহমান ধান মাড়াইয়ের মেশিন চালান। এ সময় মেশিনের উচ্চ শব্দে খামারের মুরগিগুলো ভয়ে একত্রিত হয়ে ভেতরে চাপের কারণে তাৎক্ষণিক ১৯টি মুরগির মৃত্যু হয়। অবশিষ্ট গুলোর খামারের ধুলো নাকে ও মুখে যাওয়ার কারণে অসুস্থ হয়ে খাবার বন্ধ করে দেওয়ায় দুই থেকে তিন দিনের ব্যবধানে ৩ হাজার ৪৮১টি মুরগি মারা গিয়ে উজাড় হয়ে পড়ে খামার।
মৃত মুরগিগুলো মাটি চাপা দেয়া হয়েছে। আক্রান্ত অন্য মুরগিগুলো বেঁচে থাকলেও সেগুলোর অবস্থাও করুন। এতে মেসার্স জোমাদ্দার পোল্ট্রি ফার্ম অ্যান্ড ফিড এর উদ্যোক্তা জাহিদ হাসান রিগ্যানের প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ তরুণ উদ্যেক্তা জাহিদ হাসান রিগ্যান বলেন, সব কিছু হারিয়ে এখন আমি নিঃস্ব ও চরম অসহায়ত্বের মধ্যে সময় পার করছি। সংশ্লিস্টদের সুদৃষ্টি ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার দাবি করছি।
এ দিকে খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরেজমিনে ক্ষতিগ্রস্থ ফার্মটি পরিদর্শন করেন।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, আমি সেখানে পরিদর্শনে গিয়েছিলাম। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাড়াই মেশিনের উচ্চ শব্দে ভয়ে তাৎক্ষণিক কিছু মুরগি মারা যায় এবং বাকিগুলো খামারের ধুলোর কারণে অসুস্থ হয়ে খাদ্য বন্ধ হওয়ায় মারা গিয়েছে। সব মিলিয়ে ওই খামারি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ