নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পটুয়াখালীর কুয়াকাটায় লেম্বুরবন এলাকায় ঝাউবন থেকে এক পর্যটকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত বিল্লাল মিয়া মানিকগঞ্জ সদর এলাকার পান্নু মিয়ার ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, সন্ধ্যায় আমরা খবর পাই ঝাউবনের গহিনে এক পর্যটকের মরদেহ ঝুলছে। পরে আমরা বনে খুঁজতে শুরু করি। রাত নয়টার দিকে প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে বনের গহিনে মরদেহ খুঁজে পাই। মরদেহ অনেকটা বিকৃত। গলায় জালের রশি দিয়ে ঝাউগাছের সঙ্গে ঝোলানো ছিল। পরে মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নাম জানার পর তার স্বজনের সাথে যোগাযোগ করি।
তিনি বলেন, বিল্লালের স্বজনরা জানিয়েছে প্রায় তিনমাস আগে বাড়ি থেকে অভিমান করে বেড়িয়ে এসেছিলেন তিনি। মৃত ব্যক্তি জীবদ্দশায় একটি মিষ্টির দোকানে কাজ করতো। কিন্তু তিনি ঘর ছেরে মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের সাথে অভিমান করে আত্মহননের ঘটনা ঘটিয়েছেন। মরদেহ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ