ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

ভালুকায় কবর খুঁড়ে কঙ্কাল চুরি

প্রকাশনার সময়: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩

ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে পথচারীরা দেখতে পান মেদুয়ারী ইউনিয়নের নারী ইউপি সদস্য আসমা খাতুনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ইউপি সদস্য আসমা খাতুন বলেন, প্রায় ৯ বছর আগে আমার মা মানিকজান মারা যান। ভাই লোকমান হেকিম ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান। তাছাড়া প্রতিবেশী গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন। দুর্বৃত্তরা রাতের আঁধারে ওই চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ