নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রায় তিন কোটি পিস চিংড়ির রেণু পোনা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। যার মূল্য প্রায় সাত কোটি টাকা। তবে এর কোনো প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ ফেব্রুয়ারি) ভোরে সাইনবোর্ড এলাকায় চিংড়ির রেণু পোনা উদ্ধার করা হয়।
দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, অভিযানে প্রায় তিন কোটি (২ কোটি ৭৫ লাখ ৪০ হাজার) পিস অবৈধ চিংড়ি রেণু পোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাত কোটি (৬ কোটি ৮৮ লাখ ৪০ হাজার) টাকা। অবৈধ চিংড়ি রেণু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোছা. ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ির রেণু পোনা মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ