ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা  

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩০

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়া‌রি) সকাল ১০টায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুস সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স‌ঞ্জিত কর্মকার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বীর মু‌ক্তি‌যোদ্ধা কে এম হো‌সেন আলী হাসান, সভাপ‌তি, বাংলা‌দেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখা এবং প্রধান বক্তা ছি‌লেন, বীর ম‌ুক্তি‌যোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, সাধারণ সম্পাদক, বাংলা‌দেশ আওয়ামী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখা।

বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন, সিরাজগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহ সভাপ‌তি মোক্তার হো‌সেন মুক্তা ও ইউনুছ তাড়াশী, যুগ্ম সম্পাদক রজত ঘোষ, শা‌হিনুর ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজা‌ম্মেল হক মাসুদ, তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্বাউজ্জামান ও সাধারণ সম্পাদক আব্দুল খা‌লেক, বারুহাঁস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি ময়নুল হক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুল ইসলাম বুলবুল।

নওগাঁ ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের সভাপ‌তি মোফাজ্জল হো‌সেন ও সাধারণ সম্পাদক আব্দুল হাই, তাড়াশ সদর ইউ‌নিয়‌নের সভাপ‌তি রেজাউল ক‌রিম ও সাধারণ সম্পাদক জা‌হিদুল ইসলাম বকুল, মাধাইনগর ইউ‌নিয়‌নের সভাপ‌তি হা‌বিলুর রহমান ও সাধারণ সম্পাদক সা‌রোয়ার হো‌সেন, দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ‌তি (ভারপ্রাপ্ত) আব্দুল মা‌লেক ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লী‌গের আহবায়ক আব্দুর রাজ্জাক প্রমুখ। নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ