নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর দাদন হত্যা মামলার প্রধান আসামি নজরুল শেখকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নজরুল শেখ পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের সেলিম শেখের ছেলে।
জানা যায়, ২০২১ সালের ২৩ নভেম্বর জেলার শিবচর পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব শ্যামাইল গ্রামের দাদন চোকদার শিবচর বাজার থেকে অটোতে বাড়ি ফিরছিল। তিনি একই গ্রামের সেলিম শেখের বাড়ির সামনে আসলে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জের ধরে সেলিম শেখসহ ১০/১৫ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে দাদন চোকদারের শরীর থেকে বাম পা কেটে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহত দাদন চোকদারের ভাই পান্নু চোকদার বাদী হয়ে ১৫জনসহ অজ্ঞাত বেশকয়েকজনের নামে শিবচর থানায় হত্যা মামলা দায়ের করেন। দাদন হত্যা মামলায় এ পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেফতার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দাদন চোকদার হত্যাকাণ্ড আমাদের কাছে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মনে হয়েছে। আমরা বেশ কয়েকজন আসামিকে ধরতে সক্ষম হয়েছি। শনিবার রাতে নারায়নগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে র্যাব হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে শিবচর থানায় সোপর্দ করে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
নয়াশতাব্দী/জেডএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ