ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

মিছিলে অস্ত্র প্রদর্শনকারী সেই বিএনপিকর্মী গ্রেফতার

প্রকাশনার সময়: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩২ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৫
গ্রেফতারকৃত জাহিদ; ইনসেটে উদ্ধারকৃত অস্ত্র। -নয়া শতাব্দী

গতকাল শনিবার গাজীপুরের শ্রীপুরে বিএনপির পুর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া জাহিদ ওরফে উত্তরের জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার বিস্তারিত তুলে ধরেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান।

তিনি বলেন, গতকাল ঘটনার পরপরই শ্রীপুর থানায় মামলা হয়েছে এবং আজ সকালে উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন এলাকা থেকে জাহিদ সহ তিন জনকে আটক করা হয় এবং তার কাছে থাকা পিস্তল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামী জাহিদ বিএনপির কর্মী এবং তার নামে মাদক সহ একাধিক মামলা রয়েছে। তার সাথে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

গ্রেফতার হওয়া জাহিদ ওরফে উত্তরের জাহিদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার মৃত সাইফুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন যাবত বরমী পুর্ব পাড়া এলাকার প্রবাসী শামসুর রহমানের বাসায় ভাড়া থাকতো।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ