শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯

রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৪

বগুড়ার আদমদীঘিতে জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যথা-যন্ত্রণা সহ্য করতে না পেরে আব্দুর রহিম বাবু (৬৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নশরতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রহিম বাবু ওই এলাকার মৃত কিনা রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বেশ কিছুদিন আগে থেকে বাবু জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার বিকেলে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের লোকজনের অজান্তে ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ