নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরব র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন, ভৈরব পৌর এলাকার চন্ডিবের গ্রামের বাসিন্দা মো. রুস্তম মিয়া (৪৭) ও একই এলাকার সাজ্জাদ হোসেন রিয়ান (২০)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র্যাবের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য এবং আটকদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা করেছে র্যাব।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ