ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

নির্বাচনে না আসলে বিএনপি ভেঙেও যেতে পারে : কৃষিমন্ত্রী 

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০২

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী নির্বাচনে জোটের পরিধি বাড়বে কি না তা পরিস্থিতি বলে দেবে। এমনও হতে পারে বিএনপি নির্বাচনে আসবে না। নির্বাচনে না আসলে বিএনপি হয়ত ভেঙেও যেতে পারে। তাদের অস্তিত্বেরও প্রশ্ন আসতে পারে। বহুলোক বিএনপি থেকে আমাদের (আওয়ামী লীগ) দলে আসতে পারে। আরেক দলে যাওয়ার জন্য কথা বলতে পারে। সেগুলোর বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সিলিমপুর এম এ করিম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমরা জনগণের সাথে আছি। কোন সারের দাম বাড়বে না। কৃষিক্ষেত্রে উৎযাপন যাতে অক্ষুন্ন থাকে, তার জন্য প্রধানমন্ত্রী সব কিছুই করবে। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। এই দলটি ক্ষমতায় না থাকলেও জাতীয় যে কোন সমস্যা কিংবা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সব সময়ই প্রথম সাড়িতে ছিলো। বিএনপি তত্বাবধায়ক সরকারের দাবিতে নির্বাচনের আন্দোলন করছে। কিন্ত সংবিধানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে, যে সরকার বৈধভাবে ক্ষমতায় থাকবে, সেই সরকারের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এখানে প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, বিজিপি কারও কোন দায়িত্ব নেই। সরকার যারা রয়েছে তাদের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোন পাল্টা কর্মসূচি দিচ্ছে না। বিএনপি যাতে আন্দোলনের নামে ২০১৫ সালের মতো তাণ্ডব সৃষ্টি করতে না পারে, এবং দেশকে অস্থির করে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে না পারে, সেজন্যই এই শান্তি সমাবেশের আয়োজন। এর মাধ্যমে আমরা আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মীকে সচেতন করছি ও সক্রিয় রাখছি। এ সমাবেশ মানুষের নিরাপত্তা বজায় রাখার জন্য।

তিনি বলেন, বিএনপি যতই আন্দোলন কর্মসূচি করুক, কোনক্রমেই বৈধ সরকারের পতন ঘটাতে পারবে না। আগে ঢাকায় আন্দোলন করতো বিএনপি, সেখানে ব্যর্থ হয়ে তারা বিভাগে, জেলায় আন্দোলন কর্মসূচি দিয়েছে, আর এখন ইউনিয়নে ইউনিয়নে কর্মসূচি দিচ্ছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়িত্ব। আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির মাধ্যমে সেই দায়িত্ব পালন করছে। বিএনপির আন্দোলন কর্মসূচি থেকেও নিরাপদ দূরে থাকছে। আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে জনগণ। জনগণই আওয়ামী লীগের পাহারাদার। আন্দোলনে সরকারের পতন হবে না।

টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের শিক্ষা ও মানববিয়ষক সম্পাদক শামসুন নাহার চাপা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক। এসময় সদর ও দেলদুয়া আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন ও দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ