নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
নাচোলে বঞ্চিত কৃষক ও সাঁওতালদের সংগঠিত করে আন্দোলন গড়ে তোলা তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রদের স্মৃতি বিজড়িত নাচোল সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব-২০২৩ বর্নিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই উৎসবে নাচোল সরকারি কলেজের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।
সুবর্ণজয়ন্তী উৎসবের মুল অধিবেশনের উদ্বোধক ও উৎসব বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও সাবেক উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. আবদুল খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, সাবেক সচিব আপেল আব্দুল্লাহ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক রাশেদা খালেক, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান প্রমুখ।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ