ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

পটুয়াখালীতে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেল ২ হাজার রোগী

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৯

পটুয়াখালীতে গ্রুপ ক্যাপ্টেন বীর উত্তম শামসুর আলম তালুকদারের স্মরনে দুই হাজার সুবিধা বঞ্চিত গ্রাম্য জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন তার ছেলে জেলা আওয়ামীলীগের সদস্য হাসীব আলম তালুকদার।

শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

একটি বেসরকারি হাসপাতালের তত্ত্বাবধানে ঢাকা ও বরিশালের মোট ১৫ জন ডাক্তার এই চিকিৎসাসেবায় অংশগ্রহণ করেন।

আওয়ামী লীগ নেতা হাসীব তালুকদার বলেন, আমরা ৭টি ক্যাটাগরিতে প্রায় ২ হাজার মানুষকে চিকিৎসাসেবা দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য, প্রতিটি মানুষের দুয়ারে সুস্বাস্থ্য পৌঁছে দেওয়া। সে লক্ষ্যেই আমরা আজকের এই আয়োজন করেছি। ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের প্রভাষক আবু হাসান মিরন, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাশেদ ফেরদৌস আকাশ প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ