নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম।
আটকরা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম আজম, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাহার আলী, সগুনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাঈদ, মাগুড়াবিনোদ ইউনিয়নের যুব দলের আহ্বায়ক নাজমূল হুদা রবি, সদস্য সচিব তারেক মোল্লা, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মোহাম্মাদ আলী ও হাসিনুর রহমান প্রিন্স।
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নূরে আলম জানান, গ্রেফতারকৃতরা পুরনো নাশকতার মামলার আসামি। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে।
তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফছার আলী বলেন, দেশব্যাপী বর্তমান সরকারের নৈরাজ্যের প্রতিবাদে ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের পদযাত্রাকে ব্যাহত করতে পুলিশ নেতাকর্মীদের পুরনো নাশকতার গায়েবি মামলার গ্রেফতার করেছেন।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ