ঢাকা, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯, ৫ রমজান ১৪৪৪

সিঁড়ির নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার, আটক ২

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৪

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরায় একটি দোকানে সিঁড়ির নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ির ঘর থেকে নবজাতক ছেলে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক জিঞ্জাসাবাদের জন্য ঝরনা বেগম(৩৫) ও আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সকলে মাগুরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ বলেন, সকালে মাগুরা বাজারের এনামুলের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের একটি নবজাতক ছেলের মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই সময় ঝরনা বেগম ও আলামিন নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তিনি আরো বলেন, স্থানীয়দের ভাস্যমতে আটককৃত দুজনের মধ্যে দীর্ঘদিনের পরকিয়া সম্পর্ক ছিল।

তালা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্ততি চলছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ