নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পটুয়াখালীতে উন্মোচিত হয়েছে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা।
শনিবার (১১ফেব্রুয়ারি) সকাল ১০টায় আবুল কাসেম স্টেডিয়ামে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন এ ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করেন। পৌর মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মামুন ও পৌর কাউন্সিলরবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগে মাঠে ঘাটে যেমন খেলাধুলা দেখা যেতো এখন আর তেমনটি দেখা যায় না। এরকম খেলার আয়োজন আরো বেশি করে করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলার ব্যাপারে খুবই আগ্রহী একজন মানুষ। তিনি দেশের উন্নয়নের পাশাপাশি খেলাধুলার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথে চালনা করার জন্য খেলাধুলার বিকল্প নেই।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে পটুয়াখালী কিংস বনাম রেইনবো স্ট্রাইকার, নারায়নগঞ্জ।নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ