নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
‘আমরা মিলি প্রাণের স্পন্দনে’ প্রতিপাদ্য ধারণ করে ঢাকায় বসবাসরত ভাষানচরবাসীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধনে গঠিত ‘ঢাকাস্থ ভাসানচর কল্যাণ সমিতি, বরিশাল’-এর বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক সন্ধ্যা সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট, পূর্বাচল, রূপগঞ্জে গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের প্রায় ৭০০ সদস্য ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত ছিল গোটা আয়োজন।
ওই আনন্দ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ ও সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক এবং সদস্য (কাস্টমস, এক্সসাইজ অ্যান্ড ভ্যাট) ড. মো. মতিউর রহমান উপস্থিত থেকে সমিতির সভাপতি এম আব্দুর রশিদ, কার্যকরী সভাপতি মো. আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্য ও উপদেষ্টাকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
দিনব্যাপী আনন্দ-উল্লাস শেষে সন্ধ্যা ৬টায় আয়োজক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এম.এইচ.আর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ