ঢাকা, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯, ১ রমজান ১৪৪৪

রাস্তার পাশে পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩৪

বাগেরহাটের মোংলার রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মামার ঘাট সংলগ্ন ১নং জেটি এলাকার নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও মোংলা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের মরদেহ থাকার বিষয়ে সন্দেহ করেন।

খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের মরদেহ দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে আজ সকালেই মরদেহটি ফেলে রাখা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করা হয়। কে বা কারা মরদেহটি ফেলে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ