ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

বরিশালে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪০

বরিশাল নগরীর ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির (জাপা) ও জাতীয় যুব সংহতির কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর পশ্চিম কাউনিয়ায় অনুষ্ঠিত সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে ১ নং ওয়ার্ডে জাপা সভাপতি হলেন নাজমুল হোসেন সাকিব ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. চুন্নু খলিফা। জাতীয় যুব সংহতির মোঃ রফিকুল ইসলাম সভাপতি ও মোঃ কালু হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। সভাপতিত্ব করেন মহানগর জাপার আহব্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বিশেষ অতিথি ছিলেন মহানগর জাপার যুগ্ম আহব্বায়ক রফিকুল ইসলাম গফুর ও জেলার সদস্য সচিব এ্যাড. এমএ জলিল।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এস এম রহমান পারভেজ, আকতার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, জেলা জাপা যুগ্ম আহবায়ক মনজুরুল আলম খোকন, নজরুল ইসলাম হেমায়েত, মহানগর জাতীয় যুব সংহতি আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড জাপা নেতা ডাঃ করিম খান, জাতীয় ছাত্র সমাজ বরিশাল মহানগর আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ ও সাংগঠনিক সম্পাদক তাসকিন আহমেদ আশিক।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ