ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ

প্রকাশনার সময়: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল আবাসিক এলাকা থেকে ১ মাস পূর্বে অপহৃত এক কিশোরীকে (১৩) রাজবাড়ী জেলার পাংশা থানাধীন চর আফরা নামক প্রত্যন্ত চরাঞ্চল থেকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এসময় অপহরণকারী দুই আসামি সোহান (২২) ও রাসেলকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনভর সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করে।

এর আগে গত ৮ জানুয়ারি হীরাঝিল এলাকা থেকে ভুক্তভোগীকে অপহরণ করা হয়। আসামি সোহান তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কিশোরীর পরিবারে সাথে যোগাযোগ করে নানা তালবাহানা করতে থাকে। পরবর্তীতে তার ফোন বন্ধ পেয়ে ভুক্তভোগীর বাবা মো. শাহ কামাল ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় গত ৬ ফেব্রুয়ারি নারী শিশু নির্যাতন দমন ও অপহরণ মামলা (নং-১০) দায়ের করেন।

অভিযুক্তরা হলো- রাজবাড়ীর পাংশা থানাধীন চর আফরা গ্রামের মো. সুজন মানিক, তার ছেলে মো. সোহান (২২), মেয়ে মোসাঃ তানিয়া (২৫) এবং মেয়ের জামাই মো. রাসেল (৩৬) সহ অজ্ঞাত ২/৩ জন।

মামলা সূত্রে জানা যায়, আসামি সোহান ফেসবুক ও মোবাইল ফোনে ওই কিশোরীকে উত্যক্ত করে আসছিল। একপর্যায়ে সে মোবাইল ফোনের মাধ্যমে বাদীর মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়। তার মেয়ে প্রস্তাবে রাজী না হলে সে তাকে অপহরণ করে যে কোন সময় উঠিয়ে নিয়ে বিবাহ করবে বলে ভয়ভীতি সহ হুমকি দিয়ে আসছিল। পরে ওই কিশোরী স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হলে বাসার সামনে রাস্তায় অবস্থানকালে উপরোক্ত আসামিরা অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সোহান ও রাসেলকে গ্রেফতার সহ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ