নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
পুলিশের পোশাক পরিহিত এক যুবক (ভুয়া পুলিশ) থানার মূল ফটকের ছবি তুলতে গিয়ে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ভৈরব থানার সামনে এ ঘটনা ঘটে। আটককৃত ভুয়া পুলিশ পরিচয়ধারী যুবকের নাম দীপ্ত আচার্য্য। সে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নিহার আচার্যের ছেলে।
পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব থানার মূল ফটকের ছবি তুলতে ছিলেন পুলিশের পোশাক পরা এক যুবক। তখন ভৈরব থানার এসআই শহিদুর রহমান কিলো-৯, ডিউটিকালীন সময় যুবকটি দেখে সন্দেহ হলে তার পরিচয় জানতে চায়।
ওই যুবক তখন আসল নাম গোপন রেখে নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে একটি নকল পরিচয়পত্র দেখান এবং মুরাদনগর থানায় পোস্টিং বলে দাবি করেন। পায়ের জুতা, পোশাক ও পুলিশ লেখাটি কোনো মিল না থাকায় ওই যুবকের পিতার মোবাইল নাম্বারে ফোন করে জানতে পারে তার ছেলে (ভুয়া পুলিশ) কখনো পুলিশের চাকরি করে নি।
পরে বিষয়টি ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকছুদুল আলমকে জানানো হয়। ওসি মাকছুদুল আলম আবারো ওই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন সে পুলিশ সদস্য না। সে একজন ভুয়া পুলিশ। নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে পুরো পুলিশ বাহিনীর বদনাম করছেন। আটককৃত পুলিশের ভুয়া এসআই দীপ্ত আচার্যের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ