নয়া শতাব্দী অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির উপরিভাগের একাংশের চামড়া খসে পড়েছে। এছাড়া মাথার এক অংশে ক্ষত রয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) শেষ বিকেলে সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিমে তিন নদীর মোহনা এলাকায় মৃত এই প্রাণীটিকে দেখতে পায় স্থানীয়রা।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, দুপুরের জোয়ারে সাগর তীরে ডলফিনটি ভেসে আসে। পরে ট্যুর গাইডদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় টিমের সদস্যরা। কম বয়সী ডলফিনটির মাথায় আঘাতের চিহ্ন জেলেদের জালে আটকানোর ক্ষত মনে হয়েছে।
ওয়ার্ল্ডফিশ ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি মূলত ইরাবতী প্রজাতির ডলফিন। এ জাতীয় ডলফিনগুলো নিয়ে আমাদের যে কাজ করা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি; সমুদ্র ভেসে থাকা ছেঁড়া ফাটা জাল, প্লাস্টিক এবং সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার কারণে তাদের মৃত্যু হচ্ছে। তবে আগের তুলনায় মৃত্যুর পরিমাণ কিছুটা কমেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, স্তন্যপায়ী প্রাণীটির ঠিক কি কারণে মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, খবর পেয়ে আমরা সৈকতে টিম পাঠিয়ে মৃত ডলফিনটি নিরাপদ স্থানে মাটি দেওয়ার ব্যবস্থা করেছি।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ