ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯, ৩০ শাবান ১৪৪৪

আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের ভারত যাওয়ার পথে স্মৃতিকেন্দ্র নির্মাণ করবে জেলা পরিষদ

প্রকাশনার সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত দিয়ে ভারত যেতেন মুক্তিযোদ্ধা ও শরণার্থীরা। ওই স্মৃতিকে ধরে রাখার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। মুক্তযুদ্ধের স্মৃতিবিজড়িত ওই স্থানে স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হবে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার ঘাগুটিয়া এলাকার সেই স্থান ঘিরে দেখেন।

এ সময় তিনি জানান, আগামী বর্ষার আগেই পরিকল্পনামাফিক কাজ শেষ করা হবে।

আল-মামুন সরকার জানান, ঘাগুটিয়ার বর্তমান বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে মুক্তিযুদ্ধের সময় ভারত যাতায়াত করেছেন মুক্তিযোদ্ধা ও শরণার্থীরা। তিনি নিজেও এ পথে বহুবার ভারত যান। যে কারণে স্থানটি স্মৃতিবিজড়িত ও গুরুত্বপূর্ণ। এছাড়া এর পাশে পদ্মবিল থাকায় জায়গাটিতে অনেক লোকের সমাগম হয়। এসব ভাবনাকে মাথায় রেখে এখানে স্মৃতিকেন্দ্র নির্মাণ করা হবে। প্রস্তাবিত জায়গার মালিকের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে। জায়গা দিতে তাঁর সম্মতি পাওয়া গেলেই কাজ শুরু করা হবে।

এ সময় আল-মামুন সরকারের সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, সংরক্ষিত চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া, জেলা পরিষদ সদস্য মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত এলাকার মানুষ উদ্যোগটিকে স্বাগত জানান।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ